ঠকঠকঠক ঠকঠকঠক ঠকঠকঠক
দ্বার খোলো শিশির।
-কে, কে ওখানে?
- আমি গো, আমি।
-আমি! কে আমি?এই ঝড় বাদলের মাঝে
কে ডাকছ এমন মায়াবী মধুর সুরে?
দাঁড়াও আসছি।কই  কাউকে তো দেখছি না কিন্তু!!!
-সেকি তুমি কি শুনতে পাচ্ছ না
আমার রিনিঝিনি চূড়ির আওয়াজ?
-কই না তো। কে তুমি, ভিতরে এসো।
-না ও ঘর আমার জন্য নয়,তুমিই বাইরে এসো
আমার হাতে হাত রাখো তোমায় একটি গল্প শোনো আজ।
-গল্প!
-হুম গল্প।
-কিন্তু কে তুমি?
-অস্থির কেন হচ্ছ, আগে গল্প তো শোনো।
-বেশ শোনাও তবে।
-চোখ বন্ধ করো
-করলাম।
- দেখতে পাচ্ছ আমায়?
-কই না তো।
-পারবে পারবে আগে গল্পটা শুরু তো করি।
-বেশ বলো তোমার গল্প শুনি।
-ধরো আকাশে অনেক মেঘ এখনি নামবে বৃষ্টি।
-ধরলাম।
-তুমি শাটার বন্ধ একটি দোকানের সামনে  অপেক্ষারত একটি  মেয়ের জ়ন্য
টিপ টিপ বৃষ্টি পড়ছে, কি পড়ছে তো?
-হুম পড়ছে।
- তুমি অপেক্ষায় করছ তো করছই কখন আসবে মেয়েটি
-হুম করছি।
-এমন সময় দেখতে পেলে মেয়েটি হেলেদুলে এগিয়ে আসছে তোমার দিকে
পরনে তার খয়েরি শাড়ি,ম্যাচিং খয়েরি ব্লাউজ,
দেখতে পাচ্ছ?
-হুম দেখতে পাচ্ছি।
-এক অনাবিল হাসির ঝিলিক ঢেউ খেলে গেলো তোমার চোখে মুখে  ঠিক তো
-একদম, বলোনা  তারপর কি হলো?
-তারপর মেয়েটি সোজা এসে দাঁড়ালো তোমার  সামনে
- ইশারায় দেখিয়ে দিলো সামনে এগোতে। তুমি বললে-
-কোথায় যাবে?
-সে বলল  চলো হারিয়ে যাই গন্তব্যহীন পথের বাঁকে
-শুরু হলো তোমাদের পথ চলা তোমার সাথে যে মায়েটি ছিলো
বলতে পারো মেয়েটি তোমার কে ছিলো
-ও, ও আমার ও আমার ওরে দুষ্টু মেয়ে তোমাকে দিয়েই...........
-ঝড় বাদল থেমে গেছে এবার আমায় যেতে হবে বিদায় বন্ধু
-অধরা, অধরা যেও না প্লিজ।
অধরা, অধরা দাঁড়াও,অধরা,অধরাআআআআ।

শাহা্নাজ সুলতানা
২৮ জুন ২০১৯

-