(২১ মার্চ আজ কবিতা দিবস, কবিতা হোক অন্যায় ও প্রতিবাদের প্রথম এবং প্রধান হাতিয়ার।) আসন্ন এ দুর্যোগ সংকট আজকের দিন উঠেছে তুলুক ঝড় প্রতিটাক কবি/ লেখকের মনে। প্রতিটা মানুষের মনে কলমের বলয়ে। হে খোদা দয়াময় ক্ষমা করো তোমার নির্বোধ মানব জাতিকে । শান্ত হও রক্ষা করো ক্ষমা করো খোদা দয়াময়।)
কবিতা আমার মেলেছে ডানা
দূর অজানার দেশে।
পরেছে অঙ্গে সাদা রং শাড়ি
সেজেছে পরীর বেশে।
তাই দেখে ভাবো কবিতা আমার
আছে না কতই সুখে
কেউ কি জানো কতটা দুঃখে
কবিতা মরছে ধুকে?
নানা রঙে ঢঙে সাজে কবিতা
কত না প্রেম মনে।
সাগরের নীল মেখে নিয়ে গায়
উড়ে দূর গগনে।
হাওয়ায় দোলায় ছন্দে ভোলায়
এই কবিতার কাজ
নানা রঙে ঢঙে নানান সঙে
সাজা কবিতারই কাজ।
সবাই ভাবে এই তো সুখ
কতই শান্তি জীবনে
কেউ কি রেখেছে খবর কবিতার
কবিতা কেঁদে চলে নির্জনে।
কেউ জানেনা কতটা দুঃখ
লুকায় কবিতার মন
পথের ধুলায় পড়ে লুটায়ে
কবিতার দুই চরণ।
কবিতা ভাঙ্গে নদীর দু'কুল
কবিতা হয় স্লোগান
কবিতা আমার মুহুর্তে করে
মানুষের মুখ ম্লান।
এই কবিতা জীবন আমার
এই কবিতাই মরণ
দিবসে নিশিতে কবিতাকে তাই
আমি করে যাই স্মরণ।