কবিতা দুঃখের কথা বলে, বলে সুখের কথা
কবিতা সুখ, কবিতা আনন্দ, কবিতা হাসি, কবিতা গান,
কবিতা মাতন, কবি মাতম,
কবিতা স্লোগান, কবিতা বিপ্লব।
কবিতা মায়ের আঁচল, পিতার স্নেহ ছায়া,
কবিতা বোনের সোহাগ, ভাইয়ের ভালোবাসা,
কবিতা মন খারাপের গল্প।
কবিতা আমার এক চিলতে রোদ্দুর
ভোরের শিশির বিন্দু।
কবিতা ভালোবাসা, প্রেমিকের হাতে হাত
হাঁটি হাঁটি পা,চোখে চোখ অপলক, অল্প অল্প গল্প
প্রেম-বিরহ লিখন পাতে অনুশোচনার অগ্নি ।
কবিতা ফসলের মাঠে হেমন্ত উৎসব
বসন্তের রঙ বাহারি ফুল।
কবিতা কালবৈশাখীর উত্তাল ঝড়
বর্ষার রিমঝিম গান, শ্রাবণের জল থৈথৈ অথৈ ঢল।
শরতের ঝরেপড়া শিউলি, তুলতুলে কাশফুল,
আর দিগন্তজোড়া তুলো তুলো, সাদা সাদা মেঘ
ব্যথাতুর নীল আকাশ।
কবিতা সাগরদোলা,কবিতা সবুজ বৃক্ষ।
কবিতা মৃত্যুঞ্জয়ী ছন্দ দোলা গানে আমার অমরতা।
১৯ নভেম্বর ২০১৯