হে কবি কিসের ভাবনায় মগ্ধ তোমা মন?
জীবন সেতো বহতা নদী
অক্লান্ত বয়ে চলে নিরবধি।
এখানে আসে উত্থান, আছে পতন
বাজে ভাঙ্গনের বেসুরো  বীণ থেকে থেকে
তবু সে সামনে থেকে সামনে ধাবমান।

পেছন ফিরে তাকিও না,  কান দিওনা ডাইনে বায়,
তুমি বনে ফোটা বুনো ফুল তুমি ভূবন মাতাবে
তুমি পথের ধারে দাঁড়িয়ে থাকা ঝাজড়ানো কোন গাছ
তুমি ফুল দিবে, ফল দিবে, ছায়া দিবে ক্লান্ত পথিকের
তবু তারা তোমার পাতা ছিড়বে,  ডাল ভাঙ্গবে
তোমার কদর বুঝবে না কেউ
কেউ তোমাকে উন্মদ মাতাল বলবে,  কেউ বলবে বদ্ধ পাগল
কতজন, কত স্বজন বলে যাবে কত
কথা
সে কথা গায়ে মেখে মন খারাপের মালা পরো না।

কবি তোমার কলম ধারে না কারো ধার
মুক্ত স্বাধীন তুমি
জীবনে তুমি নাইবা পেলে মূল্য কোন
মন খারাপের বালাই সাট
মরণে তোমার কফিন পুস্পে পুস্পে উঠবে ভরে
এই তো হবে পরম পাওয়া
তোমার নামে উঠবে জয়ধ্বনি,  
আগামি প্রজন্মের মুখে মুখে ধ্বনিত হবে সৃষ্টি তোমার।

লিখে যাও কবি
মন যাহা চাই তাই লিখে যাও
কান দিওনা ডাইনে বায়।

২৫ মে ২০১৮