💝💝💝💝💝💝💝💝
আমায় কখনো প্রশ্ন করো না
কেন তোমাকে ভালোবেসেছিলাম
বলতে পারবোনা কেন আমি
তোমাকে ভালো ভেসেছিলাম।
যদি প্রশ্ন করো তার উত্তর হবে জানিনা
সত্যি বলছি জানিনা কেন তোমাকে ভেসেছিলাম।
তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেনি
তোমার প্রাচুর্যের মোহে ভুলাইনি আমায়
তোমার আচারণও আমাকে করেনি বাধ্য
তোমার প্রেমে পড়তে।
তবু তোমাকে আমি ভালোবেসেছিলাম
কেন ভালোবেসেছিলাম
আজো জানতে পারিনি তার কারণ
শুধু উপলব্ধি করেছি,
দুচারদিন তোমাকে দেখতে না পেলে
আমার চারপাশে বড় শূন্যতা করে গ্রাস
তোমার কণ্ঠটা শুনতে না পেলে
ভয়ঙ্কর রিক্ততা আমাকে কুরেকুরে খায়
বুকের বা পাশে ব্যথা ওঠে চিনচিন
তোমার ম্লান মুখ আমার সমস্ত সুখ
এক নিমেষে মুছে দেয় হৃদয়ের ক্যানভাস থেকে।
কিন্তু না আমি তোমার প্রেমে পড়িনি
আমি শুধু ভালোবেসেছিলাম তোমাকে।
যদি প্রশ্ন করো উত্তরে বলবো জানিনা
সত্যি বলছি জানিনা কেন তোমাকে ভেসেছিলাম।

১৭ আগস্ট ২০১৯