কে তুমি?
তুমিই কি তোমার ভেতরের তুমিত্বের সত্যাধিকারী!
যাকে তুমি স্বযতনে লালন করো আপন আত্মায়?
কিসে তোমার এতো দম্ভ এতো অহংকার?
তুমি তো আমারি মত রক্ত মাংসের কেউ
হয়তো তুমি পুরুষ, আমি নারী,
অথবা আমি পুরুষ, তুমি নারী,
অথবা আমরা ক্লিব।
আমি যদি পাপী হই সেই পাপে সমপাপী তুমিও
তবু তুমি এমন ভাব করো যেন তুমি
সবে জন্ম নেওয়া কোন নবজাতক।
তুমি তো জানো তোমার ভিতরের তুমিকে আমি-
স্নেহ করি, শ্রদ্ধা করি- ভালোবেসে অসঙ্কোচে
গভীর মনে বিশ্বাস করি।
সেই অহমিকা অহংকারেই কি এতো দম্ভ তোমার?
বিস্মিত নয়নে ভাবি এতোটা জেনেও কেন কারও ভিতর অন্য কাউকে
ঠিক জানা হয় না!
হৃদয় মন উজাড় করে দিয়েও কেন হারাতে হয় প্রিয়জন
কেন বুকের নদীতে অকারণ ঝড় উঠে
সব হয় তোলপাড় লন্ডভন্ড?
সব জেনেও অনেক কিছুই থেকে যায় অজানা।
আবার কখনও-কখনও অজানা কিছুও
অজান্তেই হয় জানা!
তারপরেও কোথাও-কোথাও;
চেনা-জানার বেলায়
আমরা সবাই বড্ড নিরুপায়।
১৮ জানুয়ারি ২০১৮
সময় রাত ১২.৫৫