আকাশ জুড়ে মেঘকন্যার ছড়ানো এলোকেশ জলজবাতাসে ওড়ে শঙ্খচিল-
বর্ষার রিমঝিম গানে কেতকী কাঁপে থরথর।
কখনো টিপটিপ, কখনো মুষলধারার বৃষ্টিতে
পূতপবিত্র হয় জলকেলীর নগ্ন শরীর।
কাজল কালো আকাশ,ডিঙিয়ে
নিশুতি চাঁদ জলে এঁকে চুমো
জোছনার গালিচা বিছায় ধরণী বুকে।
বাতাশের দোলা চলে বাউরি মনে
অজানা শিহরণে নিজেকে উজাড় করি মদির নেশায়
তুমি এসে চুপিচুপি ধরো দুটি হায়
তারপর বলো চলোনা-কবিতায় নেই ঠাই
চলোনা দিগন্ত থেকে দিগন্তে হারাই
এসোনা ঠোঁটে ঠোঁট রেখে আঁকি প্রেমের প্রচ্ছদ।
৪ জুলাই ২০১৯