--
ভালোবেসে ডেকে দেখোনা ---
যেখানে আকাশ খুব নীরবতায় আছে,
সেই খানে আশ্বাস খুঁজি হেমন্তের কুয়াশায় ভিজে।
তোমার ম্রিয়মাণ আঁচলের সর্বস্বত্ত্বা দিয়ে ঢেকো না হয় সুদর্শনা মুখ।
আমি তো রয়েছি হেথা একা আঁধারেই চুপ ।
চারিদিকে শূন্যতায় ভেসে আসে গোধুলী সময় --
খয়েরী চিলের ডানায় রৌদ্র নিভে যায় পালকের ফাঁকে,
হিজলের ডালে নিঃশব্দে সন্ধ্যা নামে।
এখানে প্রদীপ জ্বলেনি আজো নির্মম আঘাতে,
বেতের বনে হারিয়েছে বাসা ঘুঘুদের।
দুরু দুরু হৃদয়ের বিস্ময় ব্যাথা ---
আনমনে খুঁজে ফিরি আমি যে হেথায়,
এমনই ব্যাকুলতায় ভরেছে হৃদয়,
ভালোবেসে একবার ডাকোনা আমায় ----