হৃদয়ের ক্যানভাসে ছায়া ফেলেছিলে
এক উজ্জ্বল আলোর আভায়।
সেদিনের সেই সোনাঝরাদিন
কেন আজ কুড়েকুড়ে খায়?
কেন বিবেকের দংশনে মরি সারাক্ষণ?
                      তুমি তো বেশ আছো
আমাকে নিয়ে খেলে রঙিন খেলা,।
মন দিলে মোহ দিলে
সাথে দিলে এক নক্ষত্র পৃথিবীর নিবিড় আঁধার
হায় বিধাতা তুমি যে কি আজো পারলাম না জানতে তা!

মাঝে মাঝে মনে হয় তোমাকে ধিক্কার করি
আবার ভাবি তুমিতো অন্তর যামী
কার্তিকের হরিৎ বিকেলে মনে আগুন জ্বালাও
হালকা শীতের উত্তরী হাওয়ায়।
                        ফাগুনে রাঙাও মন
চৈত্রের দাবদাহে আবার তা পুড়িয়ে করো ছাই।

বলো তো কি চাও তুমি?
আমি তো তোমারি সৃষ্টি এক অতি নগণ্য
আর কত কাঁদাবে আমায়
                        বলো আর কত কাঁদালে
শান্তি মিলবে তোমার শান্ত হবে তুমি?
সন্ধ্যা তারা তো তোমারি ইশারায় জাগে
ফুল তো তার ইচ্ছায় ফোটে না ছড়ায় না সুবাস।
সব তো তোমার ইচ্ছাতেই চলে।

তোমার ইশারায় নদী ছোটে পাখি গায়
তবে কেন তুমি বিরহের দহনে জ্বালাও পুড়াও
বারবার করো ক্ষতবিক্ষত?
বন্ধ করো তোমার এ খামখেয়ালীপনা
হে বিধাতা আমার।

২১ অক্টোবর ২০১৯