ভূবন কাঁপিয়ে গগন মাতিয়ে
ধেয়ে এলো বুলবুল
চুর্ণ বিচুর্ণ করে গেলো সব
নিশ্বাসে নাভিমূল।

পথ ভোলা সে ভীষম বেগে
মাঝেমাঝে ওঠে ক্ষেপে
শুনলে তার আগমনী ধ্বনি
হৃদয় যে ওঠে কেঁপে।

সিডর আইলা নার্গিস ফেনী
আর নামে বুলবুল
রেশমি,খাই-মুক,নিশা,বিজলি
নদী করে প্রতিকূল।

এ-যে সৃষ্টি বিধাতার লানত
বোঝে না মানব কুল
ছোট শাস্তিত দেয় বড় শিক্ষার
তবু তারা করে ভুল?

যুগে যুগে হয়ে লাঞ্চিত নারী
ক্ষেপে হয় শেষে ঝড়
সৃষ্টি বিধাতার কঠিন বিচার
নেই কোনো নড়চড়।

স্যান্ডি অগ্নি, অনিল,টাইফুন
এলো ঝড় সাইক্লোন
চুরমার হলো ফসলের ক্ষেত
বিদ্ধস্ত জন-মানব মন।

মরলো মানুষ ও পশু-পাখি
ভাসে গেলো মাছের ঘের
মমনুষ্য কৃতকর্মে রুষ্ট বিধাতা
সব দোষ কী ভাগ্যের?

ফুসে ওঠে সে নাগীনর বেশে
বেশ ধরে কাল-কুশ
নেই তবু কোনো অনুশোচনা
মনব মনে হয়না হুশ।

৮ নভেম্বর ২০১৯