🌙
কে বা ধনী, কে বা গরিব,কে বা আপন পর
বছর ঘুরে ঈদ এসেছে দো'জাহানের পর।
ধনী গরিব আজকে সবাই এক কাতারে যায়
পরনে সবার একই পোশাক চলছে পায়ে পায়।
🌹

ঈদ গেলেই,লুটতরাজ, লুন্ঠনে চলবে হানাহানি
গোলাপ কলির ধর্ষন নিয়ে চলবে কানাকানি।
ভাইয়ের রক্তে লাল রাজপথ বন্ধ হবে কবে
সারা বছর ঈদের মত কবে যে আর হবে!
🌙
চাই নারে ভাই এমন জীবন ব্যথায় ভরা মন
আতঙ্কে আর আশংকায় কাটাতে সবর্বক্ষণ।
ঈদ আমাজে বছর কাটুই এটাই শুধু চাই
আমরা মানুষ এক রক্তের সহদর সব ভাই
💜

নিরাপদ হোক সবার জীবন এটাই শুধু চাওয়া
আশা শুধু ঈদের মতই বছরটাকে পাওয়া।
আরে ওভাই আয়রে তোরা এই শপথে হই বলিয়ান
ঈদ আবেশে সবার কণ্ঠে বাজুক এই স্লোগান।

🙌
বন্ধু হয়ে যেজন আশে,  সেজন  শুধুই বন্ধু থাক
পিছনের সব আত্মগ্লানি, ঈদ খুশী সব ধুয়ে যাক।
চোখের জল আজ মক্তা হয়ে ঝরুক ধরার বুকে
দুঃখ মুছে জীবন যেন সবার কাটে অনেক সুখে।
🌙
নতুন চাঁদের নতুন হাসি, ধুয়ে যাক সব গ্লানি  ভয়
বছর কাটুক ঈদের মত, না কাটুক দিন হতাশায়।
ঈদের হাসি, ঈদের খুশি ঝরে পড়ুক রাশি রাশি
হানাহানি যাক মুছে সব, থাক ভালোবাসা বাসি।
🌹🌙🌙💜💜🌹🌹🌙🌙💜💜🌹
১৪ জুন ২০১৮