( কবিতা নং-৯৬)
সবুজে ঘেরা গ্রামটি আমার, হাজার ফুলের খেলা
হেমন্ত এলে শুভ্র শিশির, বসায় হেতায় মেলা,
ভোরের আলো ঘাসের ডগায়, শিশির ঝিকিমিকি
চাঁদ জোছনার আলো-ছায়া, পরায় প্রেম রাখি।
গাছে-গাছালি,ঝোঁপ-ঝাড়েতে পাখির কলরব
নানান পাখি নানান সুরের, করে গানের জপ,
ভালোবেসে এই বাংলা, এই বাংলার মাটি জল
আকাশ পথ পাড়ি দিয়ে, আসে পানকৌড়ি দল।
নদ-নদী জলে ঢেউ তুলে, খেলে আপন মনে,
হৃদয় দিয়ে ভাব যে জমায় সবুজ ধানের সনে,
আঃ মন মনোরম পরিবেশ হিমেল বাতাস বয়
সোনার ধানে শিশির কণা কি সে কথা কয়?
গাজর মূলা ফুলকপি আর ; পুঁই পালং এর হাসি
বিন্দু নিন্দু শিশির কণার, ভালোবাসা-বাসি,
ফুল কাননে ওঠে হেসে, রঙিন কতো ফুল
ঝুমকো জবা হয় নাকি ওদের কানের দুল।
দোয়েল কোয়েল শ্যামা নাচে, মুহুর্মুহু তানে
এই বাংলার শ্যামল ছায়া পুলক জাগায় প্রাণে,
নীলাকাশের কোল ঘেঁষে সাদা মেঘের ভেলা
একটি ছবিটি দেখে দেখে কাটে সুখের বেলা।
বাঁধাকপি শালগম আর, সীম মটর জলপাই
হরেক স্বাদের শাক-সব্জি হেমন্ত এলে পাই,
নতুন ধানের পিঠা-পুলির পড়ে যায় যে ধুম
হীম হেমন্তে কৃষাণ বধূর উধাও চোখের ঘুম।
হেমন্ত,শীত,বসন্ত ওরা, একটি সুতোয় গাঁথা
এই বাংলার শহর গ্রাম, একটি নকসি কাঁথা,
কুহুতানে ডাকে কোকিল মন যে মাতায় খুব
সাঁঝ বেলা কুয়াশা মেয়ে জ্বালায় সাঁঝের ধুপ।
হাড় কাপানো শীতল রাত, লেপ কম্বল গায়
পাকা ধানের মিঠাল গন্ধে, আঙিনা ভরে যায়,
পাকা কদবেল কিযে মজা জিহ্বায় আসে জল
নাড়ার আগুনে সাজাল জ্বালে ছেলে মেয়ের দল।
তারায় ভরা রাতের আকাশ দেখতে কি সুন্দর
কুয়াশার চাদর পরে, আসে সোনালি ভোর,
ধান কাটার রোমাঞ্চ নিয়ে কৃষক যায় মাঠে
খেজুর রসের মৌমৌ গন্ধে সূর্য নামে পাটে।
হীম হেমন্তের স্নিগ্ধ সকাল শিশির ভেজা ঘাসে
শিউলি মালা ছড়ায় সুবাস, মন মাতিয়ে হাসে,
নদীর কূলে দুধেল সাজ, সাজে কাশের বন
কাশের বুকে তোলে শিহরণ বহাতা পবন।
দোয়েল,শ্যামা,,ময়না টিয়ার হাসির ভেলাj ভেসে
উত্তরের ওই কোণটি বেয়ে হৈমন্ত নেমে আসে
ফসলের মাঠ সবুজের হাসি, মুকুল ধানের শিষে,
শ্যাম বাংলার আলো-ছায় ধমনিতে রয় মিশে।
কৃষক জাগে নতুন আশায় ভরবে ধানে ঘর
দেনার বোঝা নামবে বুঝি, সারাটা বছর পর,
পিঠা খাওয়ার আহ্লাদ মেতে হৈমন্তিক আসে
খেজুর গুড়ের মিষ্টতায়, মন জুড়ায় আবেসে।
অপরূপা স্নিগ্ধতায় , ফুটে ঘাস ফুলের কলি,
ফুলে ফুলে ভাব সে জমায় নানা রঙের অলি।
খালে বিলে হাডু জলে শিং- কৈ মাছ, হৈ চৈ,
জেলের মন আনন্দে নাচে হয় খুশিতে রৈরৈ।
অরুণ আলোয় তরুণ জাগে, প্রণয়ের সুরে
প্রকৃতির ভালোবাসা জাগে মানব হৃদয়পুরে,
হেমন্তের নির্মল হাওয়া নব যৌবনা ডাক আসে
নতুন দিনের নতুন আশা ভালোবাসার পীতবাসে।
১৭ অক্টোবর ২০১৮