শালিখ পাখি সুরে সুরে
ডাকছে তোরা আয়
হেলায় হেলায় দেখ ওরে
সুদিন বয়ে যায়।
ময়না পাখি গান ধরেছে
খোকা-খুকু শোন
পাঠের সময় যায়রে বয়ে
পাঠেতে দে মন।
টিয়া পাখি রাঙা ঠোঁটে
বলছে মধুর সুরে
বড় হয়ে দেশ-বিদেশ
দেখবে ঘুরে ঘুরে।
টুনটুনি গায় টুনটুন
সেতারে তুলে ধুন
ঐ ডাকছে আগামী দিন
ছুঁস না তোরা তূণ। ।
দোয়েল কোয়েল সুরে সুরে
লেবুর ডালে দোল
কি যে মিষ্টি কি যে মধুর
বাংকা মায়ের বোল।
শ্যামল কোমল অপরূপা
ছায়া সুশীল
আহা কি যে মধুময় এই
মায়ের কোল।
২১ আগস্ট ২০১৯