(খুলনার গুণী সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের নিয়ে লেখা ফুল শতদল কাব্যের প্রথম ২০ লাইন)

আমি লিখে রেখে যাবো এক কবিতা ভাবছি বসে তাই
সে কবিতার ছন্দদোলায় খুলনার কথা বলে যেতে চাই,
কারো নাম আসবে আগে, কারো চোখে লাগবে তাক
কারো হয়তো সে কাব্য-পাঠে  মন-মননে লাগবে ফাগ।
কথায় কথায় ধরবো তুলে নাম, অনেক জ্ঞানী-গুণীজনে
যাদের গুণের আলো উঠেছে জ্বলে  সংস্কৃতি অঙ্গনে
প্রাবন্ধীক মাজাহারুল হান্নান, প্রফেসর আব্দুল মান্নান
মানুষ গড়া কারীগর ইনারা হাজার ছাত্র-ছাত্রীর প্রাণ।
যাঁরা শব্দের খেলায়  সবার কাছে  উঠেছে হয়ে সেরা
সেই জ্ঞানীগুণীর করতে সন্ধান  একটু পিছন ফেরা,
বাংলা সাহিত্যর এক অমর কবি শ্রী কৃষ্ণচন্দ্র মজুমদার
খুলনা জেলা দীঘলিয়া থানা সেনহাটি গ্রামে  জন্ম তাঁর।
গাজী শামছুর রহমান  নামে এক কবির  কথা কই
ছোটগল্প, উপন্যাস, আর শিশুসাহিত্যে লিখেছেন বই,
বলছি কথা পুরোধা কবি নীলিমা ইব্রাহিমের নামে
পৈতৃক নিবাস তাঁর ফকিরহাট থানার মূলঘর গ্রামে।
নীলিমার গ্রন্থবদ্ধ- শরৎ প্রতিভা, বিশ শতকের মেয়ে,
কথায় কথায় যাবো-রে ভাই অনেকের কথা  কয়ে,
কথাসাহিত্যিক এহসান চৌধুরী জন্ম তাঁরও এই খুলনায়
এমন শতশত গুণীজন আছেন আমাদেরই ডানে বায়।

বিঃ দ্রঃ  পাঠকের কাছে অনুরোধ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল গুলো ধরিয়ে দিলে উপকৃত হবো এবং শুধরে নিতে চেষ্টা করবো।
আশা করছি আমার সাথে থেকে আমাকে এ কাব্য লিখতে সহযোগিতা করবেন এবং উৎসাহ দিবেন আপনারা....
------------------চলমান