একটু না হয় দিলাম ছাড় কি আর হবে তাতে
একটু ছাড়ে মরবো নাকো কাপড়ে আর ভাতে।
একটু জায়গা নাহয় দিলাম কি আর এমন হবে
নিজ মর্যদা এতে বলো আর কি বা ক্ষুন্ন হবে!
আজ যে আমি মস্তবড়, এ হলাম কেমন করে
সে কথা কি প্রাইমারি স্যার,বুঝেন হাতে ধরে?
পিতা-মাতার পরেই তিনি প্রথম অভিভাবক
কেন তোরা চাসনা মানতে বোকা সর্গের লোক?
আজ আমাদের এতো মর্যাদা তাদের উপহারা
একটু না হয় গলায় তাদের পরালাম মণিহার।
প্রাইমারি -মাধ্যমিক না থাকলে কলেজ আসতো কি?
হায়রে মানুষ হায়রে ইগো, তাদের মূল্য দিলি কি!
যে জ্বালাল আলোর জীবন পেলাম পদ-মর্যাদা
তাকেই নিয়ে আজ আমাদের নিজ সম্মান যদা!
কি ক্ষতি ভাই ছাড়লে চেয়ার, মন্দ বলবে লোকে?
কেমন করে দেখাবে সম্মান শিখিয়ে দেবো তাকে।
না হয় চেয়ারটা তার অনেক ছোট কি হয়েছে তাতে?
তাদের ত্যাগে ভাগ্য আমার উঠেছে আজ জাতে।
বৃক্ষের কাজ দুলে দুলে মুক্ত বাতাস দান
ফুল-ফল দেখে সবাই গাইবে তারই গুণগান।
নিজের ঢাক নিজে পিটানো নয় তার কাজ
ফলে-ফুলে পরাবে ভাই তারই মাথায় তাজ।
ইগো বড় খারাপ জিনিস, ইগোয় বাধায় দ্বন্দ্ব
ইগোর দোষেই হয়ে যাই ভাই ভালো থেকে মন্দ।
নিরালায় বসে ভাবতো যদি এই কথাটাই মন
ইগোর দোষেই বন্ধু হারাই, হারাই কত প্রিয়জন।
২ সেপ্টেম্বর ২০১৯