বাংলা মায়ের হৃদয় মাঝে
লাল-সবুজের দোল
আহা কি মিষ্টি কিযে মধুর
আমার মায়ের বোল।

নদীর বুকে ঢেউ টলমল
আকাশ ভরা নীল
মনো-প্রাণ জুড়ায় দেখে
শাপলা ফুটা বিল।

রাতের সাথে গল্প করে
জোছনা ঢালা চাঁদ
তারা ভরা আকাশ দেখে
মিটাই মনের স্বাদ।

বকুল ফুলের গন্ধ মেখে
রাত্রি গহন করি
হাজার রঙিন শোভা আমি
দুই নয়নে ধরি।

হাস্নাহেনা, জুঁই-চামেলী
সঙ্গী হতে চায়
কৃষ্ণচূড়া ডালি সাজায়
ময়ূরপঙ্খী নায়।

ঘুম ভাঙানি পাখির গানে
ভাঙেরে যখন ঘুম
ভোরের বাতাস সারা দেহে
যায়রে এঁকে চুম।

তখন আমার ইচ্ছে করে
কচি ধানে দুলি
ইচ্ছে করে হতে আমার
হাজার ফুলের কলি।

ইচ্ছে করে দোয়েল হয়ে
আনমনে গাই গান
সারা অঙ্গে মাখি আমি
সুধা মটির ঘ্রাণ।

ইচ্ছে ডানায় যাই হয়ে
তুলতুল কাশফুল
ঝুমকা জবায় যাই হয়ে
মায়ের কানের দুল।

প্রজাপতি ডানা মেলে
হেথা হোথা যাই
বাংলা মায়ের তুলোনা
আর কিছুতে নাই।

ইচ্ছে করে ঝিলের জলে
হংস হয়ে ভাসি
বারেবারে আমি যেন এ
বাংলায় ফিরে আসি।

২৪/৯/২০২০
ডিসি অফিস খুলনা
সময়ঃ১২.১৫