থমকি থমকি উঠিছে চমকি সাগর তল
চুপচুপ কথা নয় কোনো,
কান পেতে শোনো ওই
দমকি দমকি দমকা হাওয়ার ধমক।
গুড়গুড়গুড় ঝপট ঝপট
বাজায় দামামা আকাশ, বিজলী চমক
বুঝি এলো আম্ফান ধেয়ে।
করোনা করেছে ঘর বন্দী, আম্ফান করছে তাড়া
কোন পথে যাবো,কোন পথ নেবো বেছে!
ভেবেভেবে দিশেহারা!
ফাঁপিয়া উঠিছে সাগর গহ্বর
জামকালো মেঘ আকাশ ফেলেছে ছেঁয়ে
মাতাল হাওয়ার লুটোপুটি হলো শুরু।
ধবলী বাঁধা নদীর কিনার, সোনাই বাঁধা বেড়ে -
পাকা সোনা ধান কেটে ছেড়ে রাখা বিলে
বৃদ্ধমাতা আমার নড়বড়ে ভাঙ্গা ঘরে
কাকে রেখে আমি কাকে বাঁচাই
কাকে দেই বলো সামাল!
কোন পথ রেখে কোন পথে যাবো ছুটি
ভেবে ভেবে দেশাহারা।
হে দয়াময় রাহমানুর রাহিম
আর কত দেবে পীড়া আমাদের
বড় পাপি গুনাহগার বান্দা আমরা তোমার
তুমি বিনা আমরা নিরুপায়।
তুমি যদি না দাও ত্রাণ কেমনে রক্ষা পাবো?
করো করোনা থেকে করুণা, আম্ফান দাও
রুখে
দাও সুস্থ সুন্দর সোনালি সুদিন
যৌবন উৎসবে সুসজ্জিত প্রণয় রথে
আসুক আঁচল উড়িয়ে উতলা দখিনা হাওয়া।
আবার ধরি হাল, হাসুক ধরণী
লাঙ্গলের ফলার কর্ষিত মৃত্তিকার উর্বর ঘ্রাণে।
১৪ মে ২০২০