চৈতালি সেই দিনের শেষে
আসলে কাছে মিষ্টি হেসে
পড়ন্ত সেই বিকেল বেলা
প্রজাপতির রঙের খেলা
মিষ্টি হাসির বন্যা দিয়ে
ভাসিয়ে নিতে অচিন গাঁয়ে
লাজুকলতা চোখ মেলেছ
শত প্রদীপ দীপ জ্বেলেছ।
চৈতালি সেই দিনের শেষে
নানান রঙের ফুলের বেশে
কল্পলোকের দরজা খুলে-
রাখলো কে সাতসকালে?
ঢুকলো ঘরে দক্ষিণ হাওয়া
সুখের পরশ এইতো পাওয়া
স্নিগ্ধ আলোর পরশ মাখা
হাজার রঙের ছবি আঁকা
রংধনু রং মাখামাখি
লুটোপুটি আঙিনাটি
চৈতি মেয়ের চৈতি বেলা
সাঙ্গ বুঝি হলো খেলা।
১৪ আগস্ট ২০১৮