শিশির ভেজা ঘাসের বুকে
ঘাস ফড়িংয়ে নাচে
যা দেখে তাই অবাক লাগে
খোকন সোনার কাছে।
খোকনের খুব ইচ্ছে করে
সেও ফড়িং হবে
ফুলের বুকে চুপটি করে
খোকন বসে রবে।
খোকন সোনার দু'চোখ ভরে
স্বপ্ন শত শত
বন্ধু হবে বনে আছে
পশু পাখি যত।
সবুজ জামা গায়ে পরে
দূর্ব বানায় ডানা
কোথাও যেতে খোকনের
নেই তো কোন মানা।
৩ মার্চ ২০১৮
সময় বিকেল ৪.৩৫