আহা কি শান্তি শান্তি শান্তি
আমার নেই কোন জরা ক্লান্তি
জন-মনে পড়েছে হুলুস্তুল
আমি, আমি এসেছি বুলবুল।
আমি সাগর করেছি উত্তাল
করেছি ফসল ক্ষেত ফালফাল।
আমি মাতন আমি ঝড়-ঘুর্নি
সম্মুখে যা পাই তাই যাই চুর্ণি।
পাতাল ফুড়ে আকাশে উড়ি
আমি এক খ্যাপা উড়ো ঘুড়ি।
এরূপ দেখেছ কি কেউ আগে
আমাকে দেখতে কেমন লাগে।
আমি আসি বারেবার ফিরে
মানব মনের স্মৃতির চিহ্ন ধরে
ওরা মাতাল ওদের হয় না হুশ
তাই আমাকেই হতে হয় রুস।
আমার কি সাধ্য আছে আসার
এযে ইশারা ওই ভাগ্য বিধাতার।
আমি কি-বা আর বলো জানি
এ বুকে বহি সৃষ্টি শ্রোষ্ঠার বাণী।
আমার আঘাতে যদি ভাঙে ভুল
নিজেকে শুধরে শ্রেষ্ঠ মানব কূল,
তাই ভিন্ন নামে একই রূপ ধরে
সে আমাকেই পাঠায় বারেবারে।
বেহুশের দল তবু হয় নারে হুশ
দিলে বৈরি সুখ করে খুশখুশ
মাতন হয়ে এলাম আমি বুলবুল
মানবের যদি ভাঙে কিছু ভুল।
ভাঙা না ভুল আছে যে যার মতন
আহা শান্তি শান্তি শান্তি আছে মন
আবার আসবো নতুন কোন নামে
এ বার্তা নিয়ে, বেদনার নীল খামে।
১২ নভেম্বর ২০১৯