বন্ধু তুমি মিষ্টি সকাল
ক্লান্ত বিকেল বেলা
বন্ধু তুমি  ফাগুন দিনে
প্রজাপতির মেলা।

বন্ধু তুমি মান অভিমান
প্রেম বিরহের সুখ
বন্ধু তুমি থাকলে দূরে
মনে লাগে দুখ।

বন্ধু তুমি নাকের ডগায়
বিন্দু বিন্দু ঘাম।
বন্ধু তুমি কৃষ্ণ আমার
তুমিই আমার শ্যাম।

বন্ধু তুমি বৈশাখী  দিন
আম কুড়ানোর ধুম।
বন্ধু তোমায় ভাবতে গিয়ে
দুই চোখে নেই ঘুম।

বন্ধু তুমি খুনশুটি সুখ
ভালোবাসার মায়া
বন্ধু তুমি একটি শ্রাবণ
তুমি আমার কায়া।

বন্ধু তুমি, তুমিই বন্ধু
মনের সকল আশা।
বন্ধু তুমি গান কবিতা
গল্প লেখার ভাষা।

৪ ফেব্রুয়ারি ২০১৮
সময় ভোর ৬.১৯