শাহানাজ সুলতানা
এই,তুই আমার আকাশ হবি?
মায়াবতী চাঁদ হয়ে
তোর বুকেতে জেগে রবো আমি।
আমার আলোয় আকাশ মাটি
খেলবে লুটোপুটি।
এই, তুই আমার সাগর হবি?
ছোট ছোট ঢেউ হয়ে
তোর বুকে দুলবো দোদুল,
ঝিরি ঝিরি বাতাস হয়ে
তীরে যাবো মিশে, আপত্তি বল কিসে?
এই, তুই আমার কলম হবি?
হাজার রঙিন প্রীতি কথা স্মৃতি কথা
তোকেই দেবো লিখে।
তোর কাছেতে প্রেমের বাণী
না হয় নেবো শিখে।
হতে পারিস তুই গো আমার
নিরুদ্দেশের সাথী,
বিজনপুরে ঘর বানাবো
চাঁদ জ্বালাবে বাতি।
এই তুই আমার পাহাড় হনা
আমি হবো ঝর্ণা ধারা
ছলাত ছলাত বাজবে নূপুর
বন্ধুরে তুই মাতাল হবি
সেই ছন্দ তালে।
তুই হবি কি, আমার বাঁশের বাঁশি ?
পোলাপী ঠোঁটে আকড়ে ধোরে
নীল চুম্বন দেবো আঁকি
নিঃশ্বাস থেকে নিঃশ্বাসেতে
নিবিড় ভাবে যাবো মিশি ।
বল না, তুই আমার স্বপ্ন হবি?
ফুল, পাখি, আর প্রজাপতির ডানা
যেথায় খুশি হারায়ে যাবো
মানবো না কোন মানা
দিয়ে যাবি আঁখি পরে রঙিন যত আশা।
এই তুই আমার পাগলা হবি?
আর আমি তোর পাগলী
আমার যত স্বপ্ন আছে চোখে
চক্ষু দানে তোকেই দিয়ে দেবো
আঁখির-পাতে বেঁধে রাখিস তারে।
উম্মমম্মম্মম তুই কি গরল হবি?
যতই তা হোক তিক্ত
পাণ কোরবো আমি
হৃদমাঝারে মিশিয়ে নিয়ে
হবো আত্মত্যাগী, আত্মঘাতী
তারার দেশের যাত্রি না হয় হবো
ও বন্ধু আমার।
৫ জুলাই ২০১৮