বিপ্লবী আমি,স্লোগানে স্লোগানে চিৎকার বলি
রাজাকারের ফাঁসি চাই, আল বদরের ফাঁসি চাই,
দেশ দ্রোহীর ফাঁসি চাই, পাকিস্তানি দোসরদের ফাঁসি চাই।
আমি চিৎকার করছি, গলা ফাটাচ্ছি
বিচার হচ্ছে ধীর গতিতে
বিচার হচ্ছে....
কিন্তু কেন আজো নারী হয় ধর্ষিত?
ভাই কেন খুন হয় রাজ পথে?
কেন আজো পানার মত ভেসে যায় বোনের বিভৎস শরীর?
আমি বিপ্লবী
স্লোগানে স্লোগানে চিৎকার, বলি অনেক কথা
কিন্তু সেটা কখন?
যখন দেখি সব ঝামেলা চুকেবুকে গেছে, তখন।
আপনারা অতটা বোকা আমাকে ভাববেন না
আপমাদের জন্য জীবনের ঝুকি নিয়ে আমজনতার আগে আগে থাকবো।
যখন থেমে যায় হাঙ্গামা ফাকা মাঠে আওয়াজ তুলি
বন্ধুরা আমার, আপনারা কেউ ভয় পাবেন না,
আমি তো আছি আপনাদের পাশে
আমি থাকতে কিসের ভয় আপনাদের?
দরাজ কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় জনতা
আবার মিছিল সামনে ধায়।
আমি বিপ্লবী
দিড়িম দিড়িম ঠাস ঠাস গুলি ফোটে গুলি ছোটে
লাশ পড়ে গোটা কয়েক
খালি হয় কোন মায়ের কোল।
পরিবেশ শান্ত আমি আবার স্লোগান তুলি
প্রিয় বন্ধুগণ মৃত্যুর উপর কারো হাত নেই।
আপনাদের যা ক্ষতি হয়েছে তা পুরণ করার ক্ষমতা আমার নেই,
তবু আমি সুখে দুখে আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো
আস্থা রাখুন আমার উপর।
এগিয়ে চলুন, এগিয়ে চলুন আপনারা।
সুযোগ আমার হাতের মুঠোয়
জনতা নেতা বানিয়েছে, আমি বিপ্লবী
দু'দশটা খুন,আর দু'বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধা ধর্ষন, মামুলি কাজ।
সত্যকে মিথ্যা,মিথ্যাকে সত্য, দিনকে রাত,রাতকে দিন-
জোর-বরদোস্তি , চোরাকার্বারী লুটতরাজ
মাদক ব্যবসা, মাদক সেবন সব আমি করি
আবার জনতার মঞ্চে আমিই জানাই প্রতিবাদ, আমিই করি ধিক্কার,
বিপ্লবী আমি,স্লোগানে স্লোগানে চিৎকার।