শাহানাজ সুলতানা

🌺যেদিন আমার নিথর দেহটা পড়ে রবে
আমার চারপাশ ঘিরে
             চলবে স্বজনের আহাজারি
দূরে দাঁড়িয়ে রবে, সেদিন বৃষ্টি হবে -
তোমার চোখের পাতা ছুঁয়ে যাবে অঝর শ্রাবণ🌺

🌺জানিনা সেদিন পাখিদের সুর থেমে যাবে কিনা
ভুলে যাবে কিনা নদী তার গতিপথ
টুপটুপ করে অভিমানী শিউলী ঝরে পড়বে কিনা
কিছুই জানিনা
তবে জানি বিষাদে ভরবে তোমার মনোরথ ---🌺
  
🌺যদি পারো বিদায়ী সম্ভাষণে
চোখের শাওনে ধুয়ে মুছে ফেলো স্মৃতির ডালি
কিছু দহন সয়ে নিও নীরবতার সেই তিথি  -
দুধ সাদা বেলী ফুলে গেঁথে দিও বিদায়ী মালা
জানো তো, বেলী আমার খুব প্রিয়,
নিথর এই আমি ভুলে যাবো স্মৃতির টানাপড়েন
থাকবেনা এ বুকে  দহন জ্বালা  -🌺

🌺ওগো পৃথিবী আমার
এক জীবনে দিয়েছো তো ঢের অবহেলা
সফেদ বসনে নিয়ে যাবে আমায়
অহংকারের মুকুট ধুলায় লুটাবে
পূণরায় বলি যামিনীভূষণ আগমনে
কোর না অশ্রু সিক্ত যুগল আঁখি তোমার
বিদায়ী সম্ভাষণে  -🌺

১৯ মে ২০১৯