আমি আবার আসবো তোমার দুয়ারে
তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে
আমি নেড়িকুত্তার মত আবার ফিরে আসবো
আমি বারবার ফিরে ফিরে আসবো
ফিরে আসবো একারণে
এখনো যে যোগ বিয়োগের অনেক হিসেব বাকি আছে।
এমন তো কথা ছিলো না
তুমি ফুলের বুকে বসে চুপি চুপি মধু খাবে তারপর উড়ে যাবে।
তুমি লাভটুকুই শুধু নেবে
আর আমার হিসেবের খাতা শূন্য পড়ে রইবো
তাকি হয় তুমিই বলো?
তোমাকে যে নিকতি নিকতি হিসেব বুঝিয়ে দিতেই হবে।
যখন বারবার পাওনা বুঝে নিতে তোমার দ্বারে যাবো
হয়তো তাতে তুমি ফেরার হবে
কিন্তু ক'দিনের জন্য?
আপন গৃহে যে তোমাকে ফিরতে হবে।
হয়তো আমাকে দেখে তুমি হন্তারক হয়ে উঠবে
তোমার বিষধর নখ,রাক্ষুসে দাঁত রক্তের নিশায় উন্মাতাল হবে।
হলো না রক্তের হলিখেলা
সব হারিয়েছি তোমার হাতে
আজ হারাবার আর নেই কোন ভয়।
পৃথিবী অবাক তাকিয়ে দেখুক মির্জাফর প্রেমিককে।
যে মিষ্টি কথায় সরল মানুষকে ঠকায়
যে নিজেকে বাঁচাতে অস্বীকার করে তার প্রতিশ্রুতি
যে সুন্দর করে মিথ্যাকে সত্য বলে ধোকাদেয় মানুষকে।
যে মানুষের মৃত্যু কামনা করে খুব সহজে
তাতে এতোটুকু কাঁদেনা অন্তর।
যে দেশকে ভালোবাসার নামে করে দেশদ্রোহীতা
যে গ্রামকে ভালোবাসার নামে ক্ষমতার বলে
মুখ বন্ধ করে গাঁয়ের মানুষের।
যে প্রেমিকাকে ভালোবাসার নামে করে প্রেমের প্রতারণা।
যে গোপন প্রকাশের কথা বলে হুমকি দেখায়
এতো সহজে তো আমি তাকে ছেড়ে দিতে পারি না।
আমি ক্ষমা করলে ওই সব প্রতারিত মানুষগুলো আমাকে ক্ষমা করবে না।
যারা প্রতিরাতে আমারি মত বাঁলিশে মুখগুজে
তোমার দেওয়া পাহাড় সমান কলঙ্কের বোঝা মাথায় নিয়ে গুমরে গুমরে কাঁদে
আমি তাদের হিসেব কড়ায় কন্ডায় বুঝে নিতে আসবো।
হে সুন্দর চেহারার আড়ালে কুৎসিত মনের অধিকারি
তোমার আপন খেয়ালে পাপের পাল্লা অনেক হয়েছে ভারি
এবার সব হিসেব তোমাকে দিয়েই হবে
আর নয় গ্রহনের কাল।
১০ জানুয়ারি ২০১৮
সময় সন্ধ্যা ৭.১৫