এই যে আকাশ, এই যে মাটি
এই যে নদীর কূল
এখানে ফোটে নাম না জানা
হাজার রঙিন ফুল।

এই যে পাহাড়  এই যে সাগর
এই যে ঝর্ণা ধারা
এখানে অরূপ রুপের ডালি,
নয়নে নয়ন হারা।

এই যে সবুজ দূর্বা কোমল
এই যে শিশির বিন্দু
এখানে দুরন্ত দুর্বার নাবিক
মুক্তা আনে সেছে সিন্ধু।

এই যে আলো এই যে হাওয়া
এই যে পাখির গান
এখানে ঢেউ, তালে তালে ওঠে
তটিনীর কলতান।

এই যে শহর, এই যে গ্রাম
এই যে তন্বী বালা
এখনে ফুল, লতা-পাতা
একটি সুখের মালা।

এই যে কৃষাণ , এই যে ফসল
এই যে আমার মা
বলে বলে তাঁর গুণের কথা
শেষ তো হবার না।

রুপেগুনে সে যে বিশ্ব সেরা
সে যে  বিশ্বের রাণী
অমৃত শুধায় পাণ  করে নাও
অমূল্য শুধা বাণী।

এই যে সুনীল এই যে সুন্দর
এই যে পরিবেশ
এখানে এসো একবার সবাই
দেখে যেও  বাংলাদেশ।

এখানে জন্ম কত পীর  আউলিয়ার
এখানে জন্মছে শেখ মুজিব
জ্ঞানের বিভায় গেছে জ্বালিয়ে
বাঙালি হৃদয়ে দীপ্ত প্রদীপ।

৭ জুলাই ২০১৮