অন্তরে অন্তরে
জানো শিশির, ভালোবাসার সুন্দর যুতসই একটা কবিতা লিখতে বসে দেখি
সাঝের পাখিগুলো আর ফিরছে না নীড়ে
একবিন্দ আস্ফালন করতে গিয়ে
বুকের ভেতর আক্ষেপের পাহাড় আঘাতে আঘাতে হয়েছে ক্ষতবিক্ষত
তোমার সাথে কথা বলতে বড্ড ভয় হয় এখন
যদি না আবার হয় কোন গণ্ডগোল?
তাইতো ভীষণ ভাবে এ এড়িয়ে চলা -
হয়তো জানোনা তুমি-
তোমাকে ছুঁয়ে দেখার সাধ এ জনমে মিটবে না কোনদিন
প্রতিটা রাতের নিস্তব্ধতায় ফেলে আসা স্মৃতিরা বিগলিত করে আমাকে
পুঞ্জিত মেঘ আর ঝর্ণা প্রবাহে অপেক্ষার ধ্বনি
কুড়ে কুড়ে খায় আমার বুক, হাড় পাজর
আজও খুব গোপনে লালন করি,
তোমার দেওয়া প্রতিটা স্পর্শের চিহ্ন
যে চিহ্ন শাশ্বত সূর্যের ন্যায় উদ্দীপ্ত।
১৩ আগস্ট ২০১৮