এই ভাষাতে ঘুমপরীরা ঘুম দিয়ে যায় চোখে
এই ভাষাতে ঘুমঘোরে যাই যে স্বপ্নলোকে
এই ভাষাতে ঘুম ভাঙ্গে ভোরের পাখির গানে
এই ভাষাতে নদী ছোটে দূর-সুদূরের পানে।
এই ভাষাতে পূব আকাশে সূর্য হেসে ওঠে
এই ভাষাতে ফুল কাননে অলি এসে জোটে
এই ভাষাতে গলা ছেড়ে মাঝি তোলে সুর
এই ভাষাতে পালের নৌকা ছুটে যায় বহুদূর।
এই ভাষাতে ভোরের বাতাস ঢেউ খেলে মাঠে
এই ভাষাতে সুয্যি মামা যায় যে আবার পাটে
এই ভাষাতে মায়ের কোলে শিশু করে খেলা
এই ভাষাতে বুকের মাঝে হাজার প্রদীপ জ্বলা।
এই ভাষাতে রংতুলিতে শিল্পী আঁকে ছবি
এই ভাষাতে শব্দ নিয়ে খেলা করে কবি
এই ভাষাতে লাঙ্গল কাঁধে মাঠ পানে ধায় চাষা
মিষ্টি মধুর এই ভাষাতে মিটায় সকল আশা।
৭ ডিসেম্বর ২০১১