তোমায় বাঁধতে পারিনি হৃদে
গাঁথতে পারিনি মালা
তাই ভাবছ তোমারই কারণে
বিরহে দিবস চলা?
তব ভুল ভাবনা সবটা তোমার
একলা চলতে জানি
আমি বংলার শ্যামল মেয়ে
শোনো নাই এ বাণী!
এই যে ছায়া এই যে সবুজ
এই ঘাসের ফুলে
আমার বুকের ঝর্ণা বহে
ছন্দ-নূপুর তুলে।
জীবনের মানে শিখেছি আমি
ঝরা পল্লবের স্তুপে
অদৃষ্টের কাছে তাইতো দেইনি
ভাগ্য আমার সপে।
ফুল শিখায়েছে বিলাতে সুবাস
বাতাস শিখায়েছে ভাসতে
চন্দ্রিমা আমায় দিয়েছে শিখিয়ে
দুঃখ ভুলে হাসতে।
জীবন জয়ের যুদ্ধ আমি
শিখছি নদীর কাছে
তেরশত নদী মিলেমিশে
আমারি হয়ে আছে।
পাহাড়  শিখিয়েছে উদারতা
তাইতো আমি উদার
পিছন নিয়ে ভাবতে যাবো
সমায় নাই আমার।
আমার আমিতে রানি আমি
কেউ না মানে না মানুক
আমারই রঙে হয়েছে রঙিন
শ্যাম বাংলার মুখ।
আমি বাংলার বাংলা আমার
এই তো আমার সুখ
বাংলায় হেসে বাংলায় কেঁদে
হালকা করি এ বুক।
১/৩/২১