আলোর পথ '
শাহানাজ সুলতানা
অপূর্ব লাগছে আজকের সকালটি
একটি কবিতা লিখব বলে
কত দিবা নিশি মাতালের মত ছুটেছি
কিন্তু কবিতা ধরা দেইনি আমার কলমের বলয়ে
আজ তুমি এলে
অমনি কবিতারা ঝাঁক বেঁধে চলে এলো,
যে কবিতা দেখাবে আমার জীবনকে আলোর পথ।
তুমি পাশে থাকলে কবিতা আমার
হাতের মুঠোয় এনে দেবে একফালি জোছনামাখা সুখ
স্বপ্ন মাখা রাত, একটা নতুন ভোর,
গ্লানির পাহাড় ভেঙ্গে
এনে দেবে একটি শোষণ-বঞ্চনা মক্ত বিভেদহীন সমাজ,
থাকবে না দুর্নীতির কালো হাত
কবিতার শুভ্র শুদ্ধ স্পর্শে গড়ে উঠবে সখ্যতা
আমরা পাব এক একটি নির্লোভ সোনার মানুষ
ছন্দের সমীকরণ মিলল কি মিললনা
সেটা আমাকে কখনো ভাবায় না
তুমি পাশে থাকলে ,কবিতা হবে একটি জাদুকরি শক্তি
এদেশ থেকে বিদায় নেবে অপশক্তি
শোষিত সমাজ ভেঙ্গেচুরে সাজিয়ে তুলবে নতুন রূপে
,আমরা পাব কিছু সত্যিকারের মানুষ।
১৫ জুন ২০১৯