রমজানের ঐ চাঁদ উঠেছে কই রে ইমানদার
ভাসে চোখে রোজ হাশরের কঠিন পারাবার।
পার্থিব এই আমোদপ্রমোদ রং তামাসা ভরা
ইবলিশ তার ধোকায় করে নিত্য জীবন হরা।
দ্বীনি পথে সকাল-সাঁঝে মুমিনের খোঁজ করি,
এলো রোজা আয়রে মুমিন মুক্তির পথ ধরি ।
নামাজ রোজার ফসল ফলা এ জগতের বাটে
সে ফসল হবে বিজয় নিশান,কিয়ামতের মাঠে।
মুক্তির ঢাল হবে রোজা, শিকল বাধা পায়ে
পিছু না হঠে দ্বীনদার ওরে চলরে প্রভূর ভয়ে !
স্বাগত হে মাহে রমজান মুসলিম উম্মার নীড়ে
দৃঢ় করো ঈমাম তোমার শত কৌতুক ভিড়ে।
দ্বীন ইসলামে মুক্তির পথ লিখেছে ধাতা ওরে
এই জীবনে রোজা এলো আবার বছর ঘুরে
সকল পাপ তোর নেরে মুছে ওরে সোনা মনা
জাগ মুমিন জাগ মুসলমান খা সেহরী খানা।
নানা ভ্রমে আসে শয়তান নেশার পেয়ালা হয়ে
সেই নেশাতে হোস না মত্ত শয়তানের পথ লয়ে
রহমত ,মাগফেরাত, নাজাত, ত্রাণের হাতছানি
কদর রাত্রি কোরআন এনেছে মুক্তির শুধা বাণী!
নফসটা দমনের রেখে ছেড়েদে ফন্দিফিকির
রোজা রাখ,কোরআন পড় আর কর জিকির
পার্থিব ও অপার্থিবতে শান্তি যদি চাস পেতে
নামাজরোজায় দ্বীনের পথে সদা ওঠ মেতে।
আসলে রোজা পাখনা জগে অশুভ চক্র বুকে
কালো পর্দা পড়ে তখন তাদের মুখে চোখে
সুযোগ সন্ধানি কোকিল দুঃখকে ভাবে সুখ
শয়তানি ভয়ে বিরাজমান বুক করে ধুকধুক।
নিয়ন্ত্রনহীন বাজার চলে অলি গলি সবখানে,
রোজার নামে ছুটছে তারা শয়তানেরই গানে
মুখের তাদের ঈমানী কথা অন্তরেতে বিষ
তাদের ধোকায় সরল মানুষ জ্বলছে অহর্নিশ।
আঁধার ছেড়ে আয় বেরিয়ে সময় যে বয়ে যায়
সারাটা বছর থাক মেতে মন রোজার মর্যাদায়
মাহে রমজান এলো ফিরে গুঞ্জন শুনি তারি
বন্দনা কর জ্বালারে আলো রোজার মর্ম ধরি।
৩ এপ্রিল ২০২২
১ রমজান ১৪৪৩