যে আছে মনের একান্ত গভীরে
তার ছোঁয়াটুকু ছুঁয়ে যায় হৃদয়
জ্যোৎস্না আলোয় ওড়না উড়াই
অগণিত সময়ের ব্যাবধানে
ঝরে যাওয়া ফুলের স্রোতে ভেসে
চুপিচুপি সে আসে জানালায়।
সময় আর পরিস্থিতির টানাপোড়েনে
সুজন হয়ে যায় দুর্জ্জন ।
সুখের অসুখের বাড়াবাড়িতে
সাজানো জীবন ভেঙে হয় খানখান।

ধুলো জমা স্মৃতিরা মাঝে মাঝে নেচে ওঠে
জল রঙ তেল রঙের রং লীলায়
বৈরি মন মেঘের বনে দ্যুতি ছড়ায়
নিভুনিভু আঁধার ঝিকিমিকি তারা ফুলের পথ পেরিয়ে
সূর্যটা আটকে যায় আকাশ কোণে।
ভাঙা আলো মাখা বিছানায়
ক্লান্ত স্বপ্নেরা ভোরে ঘুমিয়ে যায় অঘোরে,
মেঘে ঢাকা আকাশের সীমানায় শূন্যতায় ভর করে
সুখের স্বপ্নেরা ঘর বেঁধে বাস করে দুখের অসীম নগরে।

প্রেম বিরহের লিপিকায় নিরাশা দ্যুতির মাঝে
খুঁজে ফেরা এক ফালি আশার আলো।
জীবন নদীর স্রোত বেয়ে কুয়াশা ভেজা মন
ভেসে যায় নীল সাগরে।
এলোমেলো ভাবনারা রাত ভর
কল্পনা না বাস্তব, বাস্তব কল্পনায় বোনে মায়া জাল।