শুভ নববর্ষ জানাবো বলে
বছরের প্রথম ফোনটি তোমাকে দিলাম
ফিরে এলো নো এ্যান্সার
মন খারাপ হবার কথা ছিল কিন্তু হয়নি
তোমার কথা ভেবে আজ আর কাঁদিনা
থেকে থেকে শুধু বুকটা হুহু করে ওঠে।
শিশির, সত্যি করে বলততো
যদিও তোমার পৃথিবীতে এখন
মাধুবী মল্লিকা সুবাস ছড়ায়
তবু কি আমার স্মৃতি ভুলতে পেরেছ?
- পেরেছি কবিতা,তোমাকে আমি বেমালুম ভুলে গেছি
- মিথ্যা কেন বলছ?
- কে বলল আমি মিথ্যা বলছি?
- আমাকে যদি ভুলেই যাবে তবে আমাকে নিয়ে আজো কেন ভাবো?
- কে এএএএ বলেছে তোওওওওওমাকে নিয়ে ভায়ায়ায়াবি?
- তোমার এই তোতলামিই বলে দিচ্ছে।
- কই আয়ায়ায়ায়ামিতো তোওওওতলাচ্ছি না।
- জানি আমার উপস্থিতি বড্ড বিরক্তিকর তোমার কাছে।
- তুমি কি কোন কথা সোজা ভাবে বলতে পার না?
- পারি কেন পারবো না, তুমি আমাকে আর কত নিচে নামাবে বলো তো?
- মানে?
- না কিছু না, ভালো থেকো।
- হলো তো আবার শুরু হলো অভিমান
- কেমন প্রেমিক তুমি?
- পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক
- কচু....
১৪ এপ্রিল ২০১৮
সময় সকাল ৬.২৫