আলাপন -৩৩
কবিতা এই কবিতা
-হুম বলো।
-দেখো কি সুন্দর চাঁদ
জোছনা বারিতে স্নান করছে প্রকৃতি চলো।
-কোথায়?
-ব্যালকনিতে যাই
-তোমার কি মাথা খারাপ হলো?
এখন কটা বাজে দেখছো? সকালে অফিস আছে।
-আরে রাখো তো তোমার বাজাবাজি
তুমি ব্যালকনিতে গিয়ে বসো আমি কপি করে আনছি।
-তুমি করবে কফি!
-অবাক হচ্ছ?
হ্যাঁ আজ আমি কফি করবো।
-বুঝতে পেরেছি তুমি জোছনার প্রেমে পড়েছ।
-জোছনার প্রেমে নয় গো
এই ধবল জোছনায় আজ রাত ভর তোমার সাথে চুটিয়ে প্রেম করবো।
-হুম মনে রং লেগেছে দেখছি।
-এমন রুপসী রমনি পাশে থাকলে মনের কি দোষ বলো?
-আচ্ছা।
-এই তোমার মনে আছে এমন জোছনা কতবার করেছি স্নান?
-হিসেব তো রাখিনি।
-চলো ননা আজ বেহিসেবি খাতায় যুক্ত হবে আরও একটিমধু রজনী
তোমার চুলের ঘ্রাণ বাতাসে মিশে একাকার হবে।
আমি ওই রেসমি চুলে হাত বুলাতে বুলাতে হারিয়ে যাবো
- এই কোথায় হারাবে তুমি?
-তোমারি মাঝে হারাবো
এই মায়া হরিণ দুটি চোখ, এই গোলাপ রাঙা ঠোঁট, এই যুগল ভ্রু, যুগল বক্ষো...
-এই, এই বাড়াবাড়ি হচ্ছে, ভালো হচ্ছে না কিন্তু।
- আমি বাড়াবাড়ি করছি তাই তো।
-নয় তো কি।
-বেশ আর একটি কথাও বলবো না।
-এই যে মহারাজ হপ,
যাও ব্যালকনিতে গিয়ে বসো আমি কফি করে আনছি।
২১ অক্টোবর ২০১৮