(কবিতা নং-১০১)

কেমন আছ মিতা ?
- হাহাহা
অনেক দিন পর
- তুমি তো ভুলে গেছ
- ভুলিনি
- কই হৃদয়ে বাঁধনি তো হৃদয়?
- অন্তর চক্ষু অপেন করো
- জানি মানি তবু কেন জানি...
- বাহ, দারুণ তো
- কেমন আছ, কেমন চলছে দিনকাল ?
- বেশি ভালোনা গো
-কেন রে সই?
- কি করে বলিরে সই পরাণের সখা কেন যে হারালো কই।
- সে তো পাশান ভ্রমোর এফুল থেকে ওফুলে গিয়ে সুখ খুঁজ এ ফেরে ।
- যেখেলা খেলতো সখা আমার বেলায়
আমারে নিয়ে যে খেলবে পুতুল খেলা
যদি জানতাম সখী, থাকতাম একলা
- কেউ তো জানেনা আগে বিরহে মিলন জাগে-
- এযে পাষাণ সখারে সখীজি
ভুল করে তারে নিয়ে স্বপ্ন দেখিছি
ভুল তো শোধরানোর উপায় তো নাই নিজের ভুলে নিজে পুড়ে হচ্ছি ছাই
সখী কাউকে দেখানোরও উপায় নাই-
- জানিনা এ দহনে আর কতকাল জ্বলাবে তোমায়
কবে শুদ্ধ হবে তুমি
- হুমরে সখি,কবিতা আর কবি হয়তো শুদ্ধ হবে কিছু কবিতা অহরহ প্রসব হবে
তবে, এজনমের তরে
আমার পবিত্র ভালোবাসা
গিয়েছে মরে
ছলনায় ছলিত হয়েছি কষ্ট নেই মনে
সই তোকে কি জ্বালায় না এ দহন।
-জ্বালায় রে সই জ্বালায়। পাশানে বেঁধে পরণ
নিত্য যুদ্ধ করি।