আলাপন- ২০ ( কবিতা নং-৪৭)
কবিতা,
- হুম ঢং,ভালোবাসা যেন উতলে উঠেছে
কবিতা, কবিতা, কবিতা
যাও তোমার সাথে কোন কথা নেই
এই বলে দিচ্ছি একদম ডাকবে না নাম ধরে।
-আহারে
আজ সকালটা বর্ণিল হলো
গোলাপ ফুলের বাহারে!
- আহারে কবি কবি ভাব,
এই, গোলাপ তুই কেন হলি এতোই রে সুন্দর?
তোর কারণে প্রেমিক মনে লাগে ভীষণ ঘোর।
-প্রেমের প্রতীক লাল গোলাপের দারুণ রকম কাঁটা ।
তরুণী বয়স উজানে যায় বসয়ে পড়েছে ভাটা।
-তবেরে
- রাগলে না বেশ লাগে তোমাকে।
- ভাললাগে না আর যাও কথাই বলবো না আর।
- জানো অভিমানী, প্রেম এখন দেখে না বয়স দেখে না কুলের কাঁটা
নবীন প্রবীনে রমরমা প্রেম সাত রঙা আলো ছটা
-ফুল শুধু কি প্রেমের প্রতীক? শুধুই স্বপ্ন দেখা
আজকে তবে কাব্য কথায় হোকনা শুরু লেখা !!
-শুধু অকারণ কেন সারাক্ষণ হৃদয়ে কাঁপন জাগা
পোড়া দুটি চোখে যা দেখি তাই নতুন নতুন লাগা।
-না হোক দেখা,
চলুক লেখা মন রাঙানো সুরে এই নদী-বন,সপ্ত সাগর আসুক আবার ঘুরে।
বিশ্ব ভরা প্রাণ
আমি তাহার মায়াঝে পেয়েছি খুঁজে
আমারি স্থান
বিষ্ময়ে তাই হৃদয় জাগে অরুন আলোক বান।
-বাহ
-কবিতা
-হুম
-আজ একটা কবিতা চাই
আজকেই যেন পাই।
-কি ধরণের লেখা চাও
প্রেম, বিরহ, বিপ্লবী, বিদ্রোহী, মানবতাবাদী, দেশ মাতৃক কোনটা চাই তোমার?
-হোক না একটা প্লাস প্লাস প্লাল
কলম যে ভাবে কাটুক আঁচড়
-বেশ।
১২ সেপ্টেম্বর ২০১৮