একটি কবিতা লিখবো বলে বসে থাকি জানালায়
না জানি এ পথ ধরেক কবে এসে চলে যাও।
প্রতিক্ষায় থেকে থেকে ফিরে আসে ফাল্গুন;
বনে বনে ফোটে কত ফুল, কোকিল কণ্ঠে ওঠে সুমধুর গান-
সে গানের তালে তালে চৈত্রের খরা,
চৈতালি ফসলের সমরহ শেষে
মাঠঘাট চৌচির করে আসে বৈশাখ।
উদাস দুপুর, ক্লান্ত বিকেল, শুনশান নীরবতায়-
ঈশান কোন কালো করে আসে বৈশাখী মেয়ে।
তোলপাড় লন্ড ভন্ড করে দিক বিদিক
তারপর নয়ন ভরা জল নিয়ে আসে আষাঢ় শ্রাবণ।
কবির ভাষায় যাকে বৃষ্টির গান বলে
ধুকে ধুকে কেঁদে কেঁদে সে কান্নাও থেমে যায়
শিশিরের স্বচ্ছজলে স্নান করে আসে শরৎ কন্যা
চাঁদ জোছনার স্নিগ্ধ হাসিতে শিউলির লুটোপুটি
স্বারণীর তীরে তীরে বসে কাশফুল মেলা
নীল আকাশের কোন ঘেঁষে উড়ে যায় দুধ সাদা মেঘ।
একে একে চলে যায় শীত হেমন্ত
গাছের পাতা ঝরে গিয়ে ফের নতুন পাতা জেগে ওঠে
ঋতু গিয়ে ঋতু আসে ফুল ফুটে ফুল ঝরে যায়;★
তবু একটি কবিতা লিখবো বলে মনে অটুট বিশ্বাস নিয়ে তোমারি অপেক্ষায় বসে থাকি।
না জানি কবে আসো,কবে আসো এই পথে।
১ মার্চ ২০১৮
সময় বেলা ৪.২০