শাহানাজ সুলতানা
অধরা ফেরারী আলোর মিছিলে
অম্বর সাজে নীলাম্বরী সাজ।
কদমের আবরণে কালো কাজল নয়নে
মেঘ বালিকার অভিলাষ
আষাঢ়ে বর্ষারাণীর পায়ে
নূপুর হয়ে বাজে রুম ঝুম রুম।
রংধনু রং নতুন দিনের স্বপ্ন দেখে
কোদাল মেঘের আড়ালে সূর্যের উঁকি
উন্মুক্ত করে সবুজ শাড়ির আচ্ছাদন
ছুঁয়ে যায় জলকেলি শরীর।
শ্রাবণের বুকে আবির রাঙা সন্ধ্যা
যেন প্রেয়সীর রাঙা ঠোঁটের স্বর্গীয় চুমু।
অচেনা সুখের জলবিম্বে কাঁপে বুক
বিজলী দুরদর্শণে চমকে চমকে ওঠে মন।
১ জুলাই ২০১৯