শ্রাবণ মেঘ ঠেলে একফালি মায়াবী চাঁদ
দিয়েছে উকি পশ্চিমার কোলে
কোদালে মেঘগুলোর ছুটছুটি লুটোপুটি কোন মায়াবী নেশায় ।
ঝিরঝিরে বারিয়া বাতাস বুলায় মৃদু পরশ
সবুজ ধানের শাখায়,
তুলতুল ঢেউয়ে দোলে স্বারণীর বুক।
পেয়ারার ডালে ঝোলে নেশাতুর বাদুড়ের দল।
রাত জাগানিয়া গন্ধরাজ দিয়েছে সুবাস ঢেলে ধরণীর বুকে
সে গন্ধে আকুল মাঠ ঘাট জলাসয়।
জ্যোৎস্নার মিতালিতে মেতেছে ওরা প্রেমের মায়াবী নেশায়।
গজারি ঝোপের আড়ে তুলেছে বেসুরো সুর শেয়ালের ঝাঁক
বুড়ো বট দিয়েছে এলিয়ে দীঘল চুল তার,
আম, জাম, জারুল আর অশত্থের ডালে
মিটিমিটি জোনাকির আনাগোনা, এমন শ্রাবণ রাতে
আঁকাবাঁকা মেঠোপথ দুব ঘাস কাশ ফুল
টোল পড়া ঝিলের জলে শাপলার হাসি এই শুভক্ষণে
তন্বীর বুকে বুঝি জেগেছে নব প্রেম।
আলো আর আঁধারীর আবছায় আঁধা্রে
মায়ামায় এ রাতে চনমন দোলে মন
জ্যোৎস্নার বেনজল কি জানি কি বলে যায় ইশারায় ।
২৮ জুলাই ২০১৬
মাদারিপুর, সময় রাত ১২.৫৯