মেঠোপথ কিংবা পিচ ঢাকা
কোন পথ আছে নিরাপত্তা?
কোন পথে মিলবে জীবনের নিশ্চয়াতা?
শ্যামল বাংলা কোমল দূর্বা’র বুকে চাপচাপ রক্ত
পিচঢাকা রাজপথ ক্ষণে ক্ষণে করছে রক্ত স্নান।
ষোল বছরের কুমারী দেহটি উপড় হয়ে পড়ে আছে
পাশে পড়ে আছে অর্ধনগ্ন দেহে-
পঁচিশের কোঠায় পা রাখা বউটি।
দুই বছরের শিশুটির ঘিলু কোথায় কে জানে!
মাথার খুলি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে আম শক্ত বনেছে।
সত্তুরে পা রাখা বৃদ্ধের থেতলে গেছে মুখ,
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া টগবগে মেধাবী তরুনের
পেট থেকে ভুড়ি ভাতের মাড়ের মত উথলে বেরিয়ে আসছে।
মা অপেক্ষার প্রহর গুনছে-
লেখা-পড়া শেষ, ছেলে তার মস্ত বড় চাকরি করবে
বোনের বিয়ে হবে, দেনার দায় শোধ হবে
দুখের দিনের বুঝি বা হলো শেষ।
কিন্তু অভাগি মা জানেনা
সে সন্তান উচ্ছল প্রাণে আর কোন দিন ফিরবেনা ঘরে
আর কোনদিন ডাকবেনা মা-মা বলে-
তার দেহ থেকে ঘতক গাড়ি নিয়েছে কেড়ে প্রাণ
পাখি উড়ে গেছে দূর আকাশ গায়।
ড্রাইভেরের, কন্ট্রাকটার, সুপারভাইজারের চোখ ভরে না,
পা রাখার ঠাই নেই তবু আরো যাত্রি চাই
মানুষ তো নয়, যেন বাদুড় ঝুলছে গাড়িতে।
টাইমের সময় শেষ, ইচ্ছে খুশি মার রে টান হেইও
চালরে গাড়ি হাওয়াই বেগে হেইও।
টাকা আমার পকেটে, আর জান প্যাসেঞ্জারের, ভাবনা কি আর।
সবার আগে আমি যাবো, ধর শালারে, দে ধাওয়া।
ড্রাইভার বেপরোয়া বড্ড উন্মাতাল।
রাজপথে বড় বড় গর্ত, যেন এক একটা মরণ ফাঁদ
মারোরে টান ইচ্ছা খুশি, আমার কি দোষ
হয় তো এবার প্রাণ যাবে শক্ত করে বোস।
সংস্কারের নামে হচ্ছে বাজেট,
সংস্কারও হচ্ছে সারা বছর
এ মাথা থেকে ও মাথা না যেতেই
কোথাও পুকুর, কোথাও নদী ,কোথাও বা বঙ্গোপ সাগর।
কাজ তো নয়, যবুথবু গোজামিল।
কোথায় যাচ্ছে টাকা!
মেম্বার জানেনা, চেয়ারম্যান জানেনা, এমপি জানেনা, মন্ত্রী জানেনা
জানেনা সেই কন্ট্রাকটার ও ইঞ্জিনিয়ার,
জানেনা বিরোধি দল, জানেনা সরকার।
রাস্তা সংস্কারের নামে টেন্ডার হচ্ছে
আসছে মোটা অংকের টাকা।
কেউ জানেনা, কেউ জানেনা,
তবে কি ছাত্র-জনতা ..................
ওরা জানেনা যদি বলি তবে যে ভুল হবে বলা
ওরা শুধু জানে, এক একটা তাজা প্রাণ ঘর থেকে বেরুচ্ছে
আর রক্ত মাখা বিভৎষ্য লাশ হয় ফিরছে,
কেউ বা বেওয়ারিশ হয় ঠাই নিচ্ছে আঞ্জুমান মফিদুল ইসলামে।
এভাবে কত কাল! আর কতকাল!
একটি পরিবারের মাথার উপর থেকে নির্ভরতার ছাতা সরে যাবে?
কৃষক শ্রমিক এক হও
তাতী জেলে এক হও
আবাল বৃদ্ধ এক হও
নর-নারী এক হও
ছাত্র-জনতা এক হও
সবাই তোলো জোর স্লোগান-
নিরাপদ সড়ক চাই
নিরাপদ জীবন চাই
নিরাপদে পথ চলতে চাই।