শ্রাবণ প্লাবন যাক নিয়ে সব ধুয়ে
ছোট্ট জীবন যতই আসুক নুয়ে
আমি ভাঙ্গব নারে ভাঙ্গব না
মানবো না হার মানবো না।
জীবন নদে বইবে জোয়ার
আঁধার দেশের হবো শোয়ার
তোরা কভু জানবি না আমি
শব যাত্রায় চোখে পানি আনবি না।।
অপরাজিতা হয়ে আমি
ছড়িয়ে দিবো নীল বেদন
ব্যথায় হবে জারো জারো
তোদের মন,তোরা কাঁদবি
৯ মে ২০১৮
ভোর সকাল ৬.২০