এক আকাশের নীচে আমরা
লক্ষ কোটি প্রাণ...
এক চন্দ্র এক সূর্য
এক মাটিতে স্থান।
তোমার আমার বুকের ভেতর
খেলছে একই বায়ু...
একই ঘাটের জল খেয়ে
পাই দীর্ঘ শত আয়ূ!
এক জমিতে লাঙ্গল চষে
একই ফসল ফলাই...
বাউল আর ভাটিয়ালিতে
একই সুরে গাই।
একই ফুলের অর্ঘ্য সঁপি
মন্দিরে গির্জায়...
একই ধূপের ধুনো জ্বালাই
মসজিদে কাবায়।
তোমার আমার পায়ের চিহ্ন
একই ধূলার 'পরে...
রাম রহিমের বাড়ীর ছাদে
একই বৃষ্টি ঝরে।
দুঃখ-সুখের একই আবেগ
সবারই অন্তরে...
কান্না হাসির একই ভাষা
একই বিষাদ ঝরে।
একই পথের পথিক আমরা
সবাই সহযাত্রী...
একই সকাল তোমার আমার
একই দিন ও রাত্রি।
তবু কেন দুনিয়া জুড়ে
এত দ্বন্দ্ব বিবাদ...
সাম্প্রদায়িক হানাহানি
বৃথাই রক্তপাত!
বিভেদ ভুলে একটিবার
বলো ভাই-ভাই...
বলো দেখি কোনটা আগে,
সম্প্রীতি না সম্প্রদায়??
............................................
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)