আমাকে তোমরা সবাই চেনো।
পৌরাণিক চরিত্র হলেও মানুষের ভিড়ে
মিশে থাকি আমি।
হ্যাঁ,আমি পাপ-এর প্রতীক 'রাবণ'
আমি প্রতারক--আমি দুশ্চরিত্র--আমি দাম্ভিক।
আমি পুরুষ জাতির কলঙ্ক!
আমিই লংকাধিপতি রাবণ!
মাতৃসমা সীতার অপহরণকারী আমি।
নারীজাতির অবমাননার অপরাধে
অপরাধী আমি।
আমি পুরুষ সমাজের লজ্জা!
অহংকার ও বর্বরতার প্রতিমূর্তি আমি!
অনিষ্টের--অনাচারের--ব্যভিচারের
আর এক নামই তো রাবণ!
আমার কৃতকর্মের জন্য আমি
অনুতপ্ত--লজ্জিত!
জগৎবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী!
যদিও আমি জানি, মনুষ্য সমাজে আমি ক্ষমার অযোগ্য।
তাই তো প্রতি বছর তোমরা বিজয়া দশমীতে
যুদ্ধ জয়ের আনন্দে 'রাবণ দহন' উৎসবে মেতে ওঠো!
তোমাদের দেওয়া শাস্তির বিধান আমার শিরোধার্য।
তবে তোমাদের কাছে ব্যক্তিগতভাবে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই।
আশা করি উত্তরটাও পেয়ে যাবো।
---তোমরা যারা 'রাবণ বধ' পালায় অংশগ্রহণ করো,
তারা প্রত্যেকেই পুরুষোত্তম রাম-এর সত্তায় বিরাজ করো তো?
যদি তোমাদের উত্তর হ্যাঁ হয়,
তাহলে সমাজ জুড়ে আজো সীতা মায়েদের লাঞ্ছিতা--ধর্ষিতা--অত্যাচারিতা হতে হয় কেন?
কেন সীতা মায়েদের পণের আগুনে জ্বলতে হয়??
কেনই বা মাতৃগর্ভেই সীতাদের হত্যা করা হয়???

আমার প্রশ্নের উত্তর দিতে পারবে কি তোমরা?
আর যদি আমার প্রশ্নের উত্তর দিতে অপারগ হও, তাহলে আমাকে দহন করার কোনো অধিকার তোমাদের নেই!
কারণ পাপ কখনো পাপীর বিনাশ করতে পারে না! বরং উন্মত্ত উল্লাসের দ্বারা পাপকেই প্ররোচনা দিয়ে থাকে!
তাই আমাকে দহন করবার আগে নিজেকে শোধন করো!
বুকে হাত রেখে বলো......
"আমি পুরুষোত্তম রাম।"
তারপর আমাকে যত খুশি সাজা দাও...
একদিন নয়,
প্রতিদিন--প্রতিক্ষণে আমার দহন হোক;
যতদিন না এই সমাজ থেকে 'রাবণ' নামক কলঙ্ক মুছে যায়!!
-------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)