এবার মাগো আমরা তোকে
নতুন রূপে চাই...
তোর হাতের ঐ অস্ত্রগুলো
ফেলে দিয়ে আই।
এই ধরণীর রুক্ষ ধূলায়
স্নেহের সুধা ভরিয়ে দে...
অন্ধ মনের বন্ধ দোরে
মুক্তো-হাসি ছড়িয়ে দে।

মা তোর পায়ের ধ্বনি রিনি-রিনি
সদাই কানে বাজে...
তোর ভূবনজোড়া রূপে কি মা
রণ-অস্ত্র সাজে!
রক্তে রাঙা করিস না আর
তোর ওই কোমল হাত...
ভালোবাসার মহামন্ত্রে
হোক মা সুপ্রভাত!

তোর রাঙা চরণ করব বরণ
ফুল-চন্দন-ধূপে...
এবার মাগো আমরা তোকে
দেখব নতুন রূপে!
দশ হাতে তোর পূর্ণ করে
শান্তি নিয়ে আই...
রক্ত নয়, পুষ্প ঝরুক...
তৃষিত এ ধরায়!

সকল জ্বালা জুড়িয়ে দে মা
শীতল পরশনে...
বিশ্ব-ভূবন যাক ভেসে যাক
বিমল হরষণে!
******************
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)