সজল চোখে নয়নতারা বলল করুণ হেসে...
তোমরা আমায় চাও না কেন,
নাওনা ভালোবেসে?
রূপে-গুনে নাইবা হলাম গোলাপ--রজনীগন্ধা...
নাইবা দিলাম ভরিয়ে সুবাস
সকাল থেকে সন্ধ্যা।
দীন আমি তবুও সুখী ধূলার ধরণীতে...
অনাদরেই নিত্য ফুটি গ্রীষ্ম-বর্ষা-শীতে।
অবহেলায় নাহয় দিও করুণা দৃষ্টিপাত...
বাড়িয়ে দিতে আমিও পারি
ভালোবাসার হাত!
দীন-হীনের পরশ নিও একটু হাসিমুখে...
আমিও পারি প্রেম বিলোতে
এই পৃথিবীর বুকে।
----------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)