কত মেয়ে রোজ নিরুদ্দেশে
পাচার হয়ে যায়...
নাম হারিয়ে নির্ভয়া নামে
খবরের প্রথম পাতায়।
ভ্রূণেই কত কন্যা হত্যা
বধূ নির্যাতন...
পণের আগুনে আজো কত
বধূর অকাল মরণ!

লক্ষী মেয়ের ঝক্কি অনেক
কালী হওয়াই ভালো...
কালী নামেই পরম ভক্তি
জগৎময় আলো।
ও মেয়ে তুই পরজন্মে
কালী হয়েই জন্ম নিস!
লক্ষীমন্ত স্বভাব ছেড়ে
সংহারিণী রূপ ধরিস।
ভক্তরা সব মা--মা বলে
তোর করুণা চাইবে...
ভয়ঙ্করী রূপ দেখে তোর
বন্দনা গান গাইবে।

অনেক হলো স্বেচ্ছাচারী
ধর্ষকেদের উল্লাস!
ধনী--গরীব--দলিত ঘরে
তুই কালী হয়ে জন্মাস।
লক্ষী হওয়ার ঝক্কি অনেক
লক্ষীছাড়াই থাকিস...
নিজের রক্ষা নিজে করতে
সদাই তৈরী থাকিস।
ও মেয়ে তুই পরজন্মে কালী হয়েই জন্ম নিস!

প্রয়োজনে প্রলয় হানিস
পণের আগুনে পুড়িস না...
শ্বশুরবাড়ির গঞ্জনাতে
তিলে তিলে তুই মরিস না।
নরম মাটির খোলস ছেড়ে
বুকের মাঝে সাহস ধরিস...
পৌরুষের অহংকার
পায়ের তলায় চূর্ণ করিস।
ও মেয়ে তুই পরজন্মে কালী হয়েই জন্ম নিস।

রণচন্ডী বেশে তুই
খড়্গ হাতে ধরবি....
অত্যাচারীর মুন্ডু কেটে
মালায় গেঁথে পড়বি!
তোর চরণে লুটিয়ে সবাই
পূজবে পরম ভক্তিতে.....
হোক না যতই উচ্চবংশ
বাহুবলের শক্তিতে।
বেঁচেও কেন মরবি তুই
সইবি কত মুখ বুজে!
বাঁচার মতো বাঁচার পথ
আপনি নিতে হবে খুঁজে।

(ওরে মেয়ে....)
পরের জন্মে ফিরিস যদি
কালী হয়েই জন্ম নিস....
লক্ষী হলে ঝক্কিগুলো
সইতে হবে অহর্নিশ।
ও মেয়ে তুই পরজন্মে কালী হয়েই জন্ম নিস!
----------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)
★সমাজ জুড়ে নিত্যদিন নারী-নির্যাতন,
বধূ-হত্যা,কন্যাভ্রূণ-হত্যা,
নারী-পাচার বন্ধ হোক!
অমানবিক পণ-প্রথার অবসান হোক!