আমি "হুইল চেয়ার"...
আমার কাঁধে ভর করে যারা জীবনযুদ্ধ করে,
তাদের আর সবাই করুনার চোখে দেখলেও আমি ওদের আত্মবল যোগাতে আপ্রাণ চেষ্টা করি,
তাদের আমি আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শেখাই....!!
হ্যাঁ... আমি "হুইল চেয়ার"।
আর সকলের চোখে আমি একটি জড়বস্তু মাত্র।
কিন্তু বিশেষভাবে সক্ষম একটি মানুষ যখন
আমাকে বিশ্বাস করে সম্পূর্ণ নির্ভরতা খুঁজে পায়.…
জীবনের উত্তাল তরঙ্গের মুখোমুখি দাঁড়াবার
সাহস ফিরে পায়....
অসহায়তা আর উপেক্ষার গ্লানি তুচ্ছ করে
বেঁচে থাকার অর্থ খুঁজে পায়...
তখন আমিও আমার সমস্ত জড়তা কাটিয়ে
পরম আত্মসুখ অনুভব করি!
"হুইল চেয়ার" আমি! একটি জড়বস্তু মাত্র!
তবু পার্থিব জগতে জড়ত্ত্বের তকমায়
ভূষিত হয়েও আমি নিজেকে ভাগ্যবান
এবং গর্বিত মনে করি!!
------------------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)
★আজ (৩রা ডিসেম্বর) "বিশ্ব প্রতিবন্ধী" দিবসে সকল প্রতিবন্ধী ভাই ও বোনেদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।)