রোজ সকালে কর্তা মশাই
অট্টহাসি হাসেন।
এমন ধারা কান্ড দেখে
গিন্নি বসে কাঁদেন।
আপন মনেই হাসছ কেন,
পাগল হলে নাকি ?
এখন আমি কোথায় গিয়ে
সাইকিয়াটিস্ট ডাকি!
তারচে' বরং তোমায় নিয়ে
যাবোই আমি রাঁচি!
হো-হো-হো-হো রাক্ষুসে ঐ
হাসির থেকে বাঁচি!
কর্তা শুধোন--আরে আরে
কোথায় নিয়ে চলো?
গিন্নি বলেন--তোমার এমন
হাসির কারণ বলো!
দ্বিগুন হেসে কর্তা বলেন
তুমিও গিন্নি এমন!
স্বাস্থ্য ভালো রাখতে আমি
করি হাস্যাসন!!
*****************
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)