গ্রহের নাম পৃথিবী।
এখানে মানুষ নিজেকে শ্রেষ্ঠ প্রাণী বলে ঘোষণা করে, অথচ মানুষই এখানে মানুষকে ভয় পায়।
এখানে মানুষ মানুষের কাছে বিশ্বাস হারায়।
এখানে মানুষ মানুষের রক্তে হাত রাঙায়!!

ভাতৃত্ব যেখানে সন্ত্রাস...
মাতৃত্ব যেখানে পন্য....
মনুষ্যত্ব যেখানে বন্য.….
বর্বরতার কষাঘাতে মানবিকতা রক্তাক্ত হয় বারংবার।

তবু এই পৃথিবীর রক্তে ভেজা শক্ত মাটি
ভেদ করে উদ্ভিদেরা আজও জন্মায়--
ফুল ফোটে-- স্নিগ্ধ সুবাস ছড়ায়:
বিষাক্ত কালো আকাশে পাখিরা পথ ভুলে যায়... তবু মুখে রক্ত তুলে গান গায়!

বড় বিস্ময় জাগে!
এই মায়াবী গ্রহটা না জানি কোন দায়বদ্ধতায় আজও পাক খেয়ে চলে জ্বলন্ত অগ্নিকুন্ডকে ঘিরে, অবিরাম অবিচল অক্লান্ত;
স্নেহান্ধ পিতার মতো– মমতাময়ী জননীর মতো বুকে নিয়ে নিদারুন যন্ত্রণার গভীর ক্ষত!
.....................................................
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)