তোমার গোপাল বাঁশরী বাজায়
     সোনার সিংহাসনে...
আমার গোপাল কাপ-ডিশ ধোয়
     চায়ের দোকানে।
তোমার গোপাল স্নেহের দুলাল
     দধি-ননী খায় রোজ...
অনাহারে থাকে আমার গোপাল
     কে বা রাখে খোঁজ!
তোমার গোপাল জন্ম নিয়েছে
     সোনার চামচ মুখে...
আমার গোপাল বাজি কারখানায়
     বিষ পুড়ে নেয় বুকে!
-------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)